Posts

Showing posts from December, 2015

সুনয়না ছায়ামানবী

Image
সুনয়না ছায়ামানবী মাঝরাতে ছায়ামানব রাতপ্রহরী আমি ঘুমিয়ে বন্ধু আমার একান্তে হৃদয়ে আকাশের নীল মুছে রুপালি আলো বন্ধুগল্পে স্বপ্নমাঝে প্রদীপ তুমি জালো যদি মেঘলা ক্ষণে আকাশের জলে কোনো অবলা আখিজল ঝরে, ও আমার অভিমানী কিছু অনুভুতি জীবন থেকে হারিয়ে যেয়েও ফিরে আসে যদি কখনো একাকী সময় কাটে বুঝে নিও আমার অধ্যায় নিঃসঙ্গ ইচ্ছেঘুড়ি এলোমেলো দুরে কোথাও কোন সে সুনয়না আমায় ভালোবেসে দুঃখের প্রহরে সুখের ছোয়ায় বিষন্ন হৃদয়ে এক মুহূর্ত স্পর্শে আকাশনীলা তারার মেলায় তুমি চিরন্তন ছায়ামানবী তুমি

ভালবাসা

Image
ভালবাসা স্বপ্নের ডানা মেলে        উড়ে চলে গাঙচিল কখনোবা রোদ্দুর কখনোবা মেঘে      মাঠ-প্রান্তর অনাবিল। এলোমেলো হাওয়া দোলে        তরু-ছাঁয়া শিখরে দু'চোখ আঁকে, মনে ছবি ভাসে       তোমার ঐ পূর্ণিমা অধরে। আবার ফিরে আসে          ঘুরে ঘুরে মনের মাঝে কতনা স্মৃতির উত্তাল ঢেউগুলো       সন্ধ্যা তারার একাকি সাঁঝে। এইতো সুখের পরশ মেলে         দু'জনার হৃদয়ে বাঁধা-বিপদ ভেঙে যায়, অতীতের মোহনায়        দু'জনে ভালবাসে, দু'জনারে জ'য়ে।