ভালবাসা



ভালবাসা

স্বপ্নের ডানা মেলে
       উড়ে চলে গাঙচিল
কখনোবা রোদ্দুর কখনোবা মেঘে
     মাঠ-প্রান্তর অনাবিল।

এলোমেলো হাওয়া দোলে
       তরু-ছাঁয়া শিখরে
দু'চোখ আঁকে, মনে ছবি ভাসে
      তোমার ঐ পূর্ণিমা অধরে।


আবার ফিরে আসে
         ঘুরে ঘুরে মনের মাঝে
কতনা স্মৃতির উত্তাল ঢেউগুলো
      সন্ধ্যা তারার একাকি সাঁঝে।

এইতো সুখের পরশ মেলে
        দু'জনার হৃদয়ে
বাঁধা-বিপদ ভেঙে যায়, অতীতের মোহনায়
       দু'জনে ভালবাসে, দু'জনারে জ'য়ে। 
        

 



Comments

Popular posts from this blog

For loop C++

VALENTINE DAY PROGRAME

Charecter & space founder in c program